আমাদের দর্শন

আমাদের দর্শন

সনাতন হিন্দু ধর্ম ব্যক্তিজীবন, সমষ্টি জীবন, সমাজ,  সভ্যতা এবং ধরিত্রী মাতাকে ধারণ অর্থাৎ
রক্ষা করার দর্শন এবং পদ্ধতি। তাই প্রত্যেক নাগরিক কে ধর্মের প্রকৃত অর্থ জেনে সেই মতো
জীবন যাপন করার পথে চলার দিশা দেখানোর জন্য সমস্ত সাধু-সন্ত এবং মঠ-মিশন-মন্দির গুলিকে
এক হয়ে কাজ করার সেবাব্রত নিয়েছি আমরা ।
একদা বাংলা আধ্যাত্মিকতা ও জাতীয়তাবোধের প্রাণকেন্দ্র ছিল তা আজ ক্রমে ক্রমে অবক্ষয়ের
পথে । এর প্রধান কারণ হলো হিন্দু ধর্ম ও সংস্কৃতি থেকে সমাজের বিচ্যুতি।

বঙ্গীয় হিন্দু ধর্ম প্রসার সমিতি সমস্ত মঠ, আশ্রম, মন্দির এবং সাধুদের আমাদের এই মহাযজ্ঞে
যোগ দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছে |